১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা : টিআইবি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৩ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫


১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা : টিআইবি
ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা ও বিচার কার্যক্রম শুরু হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, সরকার পতনের পর ১১ মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ১৬৮ পুলিশ সদস্যকে, যাদের মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৬১ জন।


সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ : কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।


টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম বলেন, “গণ-অভ্যুত্থানকালে ছাত্র-জনতার ওপর হামলা, গুম-খুন ও দমন-পীড়নে জড়িত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও মামলা হয়েছে। মোট দায়েরকৃত মামলা ১ হাজার ৬০২টি, এর মধ্যে ৬৩৮টি হত্যা মামলা। সাবেক সরকারদলীয় মন্ত্রী-এমপি মিলিয়ে প্রায় ৮৭ জন গ্রেপ্তার রয়েছেন।”


তিনি জানান, মামলাগুলোর মধ্যে প্রায় ৭০ শতাংশ মামলার তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ হয়েছে এবং ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে, পুলিশের বিরুদ্ধে কিছু বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও বাস্তবে জবাবদিহির ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি স্পষ্ট।


একই অনুষ্ঠানে জানানো হয়, সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমও শুরু হয়েছে। এরই মধ্যে ৪২৯টি অভিযোগের ভিত্তিতে ২৭টি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনাসহ ২০৬ জনের নাম রয়েছে, যাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৭৩ জন। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়েছে।


টিআইবি আরও জানিয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের হওয়া প্রায় সব হয়রানিমূলক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।


গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন, ফারহানা রহমানসহ অনেকে।


আরএক্স/