শাকিব খান প্রসঙ্গে জয়, ‘দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২:২৯ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার ব্যক্তিজীবন ও পারিবারিক সম্পর্কের জন্য প্রায়ই আলোচনায় থাকেন। দুই জনপ্রিয় অভিনেত্রী—অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পরবর্তীতে তাদের সঙ্গে বিচ্ছেদ ঘটান তিনি। যদিও তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টেনেছেন, তবুও দুই প্রাক্তন স্ত্রী ও তাদের সন্তানদের প্রতি দায়বদ্ধতা পালন করে চলেছেন শাকিব।
সাম্প্রতিক সময়ে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই তারকা। নিউইয়র্ক থেকে বুবলী তার ফেসবুক পেজে ১১টি ছবি প্রকাশ করেন, যেখানে শাকিব-বুবলীকে রোমান্টিক ভঙ্গিমায় দেখা যায়। তাদের সঙ্গে ছেলেও রয়েছে। পারিবারিক মুহূর্তের এসব ছবিতে স্পষ্ট, তারা সেখানে দারুণ সময় কাটাচ্ছেন। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
শাকিব খান যখন এক প্রাক্তন স্ত্রী ও সন্তানকে সময় দিচ্ছেন, তখন আরেক প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের প্রতিক্রিয়া নিয়েও কৌতূহল দেখা দেয় নেটিজেনদের মাঝে। বহুদিন ধরেই অপু-বুবলীর মধ্যকার ভার্চুয়াল বাকযুদ্ধ এবং শাকিবকে ঘিরে মনোমালিন্য আলোচনার কেন্দ্রে রয়েছে।
এমন পরিস্থিতিতে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে একটি পোস্ট দেন শাকিব খানকে নিয়ে। তিনি লেখেন, “শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এমন এক ফ্যাসাদে পড়েছেন, দায়িত্ব পালন করলেও কাউকেই খুশি রাখতে পারছেন না। অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী নন। আবার আমি যত মেধাবী, তত বড় স্টার নই।”
জয়ের এই বক্তব্য নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা। কেউ শাকিবের পক্ষে কথা বলছেন, আবার কেউ মনে করছেন তার ব্যক্তিজীবনে অহেতুক নাক গলানো উচিত হয়নি জয়ের।
বর্তমানে শাকিব খান ও বুবলী যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও, তাদের সম্পর্কের ভবিষ্যৎ কিংবা একসঙ্গে থাকার বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে শাকিব খানকে ঘিরে তার দুই প্রাক্তন স্ত্রী ও সন্তানদের উপস্থিতি সামাজিক মাধ্যমে যে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে, তা বলাই বাহুল্য।
আরএক্স/