দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে: নিশো


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪:২২ পিএম, ২৯শে আগস্ট ২০২৫


দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে: নিশো
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ঢাকাই শোবিজের দর্শকপ্রিয় অভিনেতার মধ্যে আফরান নিশো একজন। দুই বছর আগে পরিচালক রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র দিয়ে রঙ্গিন পর্দায় অভিষেক হয় তার। দর্শকপ্রিয় তারকা হয়েও এখনও সাদামাটা জীবন নির্বাহ করেন তিনি। ইচ্ছে হলেই পাবলিক বাসে উঠেন, টং দোকানে বসে চা খান।


সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের উপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল বিল রয়েছে সেখানে করি। নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ঠিক ততই গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো।


আরও পড়ুন: বেগুনি শাড়িতে ঝলমলে জয়া, ‘লাক্স সুপারস্টার’-এ নতুন চমক


আফরান নিশো বলেন, হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে, সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে এবং প্রটোকল নিয়ে বের হতে হবে এগুলো মিথ মনে হয়। আমার কাছে এগুলো অপ্রয়োজনীয় এবং অপচয় লাগে। কেউ যদি ছবি তুলে কাছে চলে আসে, না চাইলে তাহলে বলতে হবে আমি খুব টায়ার্ড এখন ছবি তুলতে পারছি না বা যে কাজে এসেছি আমাকে সেই কাজে সহযোগিতা করেন। আমি মনে করি, যারা আমার ফ্যান-ফলোয়ার্স তাদের সঙ্গে আমার এই বোঝাপড়া রয়েছে। আমি সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক তাহলে হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো।


দুই বছর পর ‘আঁকা’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন নিশো।‘আঁকা’ সিরিজটি ৪ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পেতে যাচ্ছে। এতে আফরান নিশো বিপরীতে অভিনয় করেছেন নাবিলা।


এমএল/