অগ্রগতির জন্য ‘অন্তর্দৃষ্টি’ দরকার: অর্থ উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪০ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫


অগ্রগতির জন্য ‘অন্তর্দৃষ্টি’ দরকার: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সরকারের অর্থনীতিতে অগ্রগতি হচ্ছে, কিন্তু তা দেখতে হলে দরকার দৃষ্টি ও অন্তর্দৃষ্টি—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত পরিবর্তনগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরার পাশাপাশি নতুন কর বছরের ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনারে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালাসহ এনবিআরের শীর্ষ কর্মকর্তারা।


অর্থ উপদেষ্টা বলেন, “ক্রিটিসিজম থাকবে, তবে সবসময় নেতিবাচক দেখলেই চলবে না। অর্থনীতির ইতিবাচক দিকগুলোও তুলে ধরতে হবে। আমার ছাত্ররাও এখন বলেন, কিছুই নাকি দেখা যায় না। আমি বলি, দেখতে হলে দেখতে হয় অন্তর্দৃষ্টি দিয়ে। না চাইলে কেউই কিছু দেখতে পাবে না।”


তিনি আরও বলেন, “সরকারের সাফল্যগুলোও প্রচার করা উচিত। গ্লাসের অর্ধেক খালি না দেখে, ভর্তি অংশটা দেখার অভ্যাস গড়তে হবে। স্বচ্ছতা দিনের আলোতেই বের হয়ে আসে। সূর্যের আলোই সবচেয়ে ভালো জীবাণুনাশক।”


অনলাইনে আয়কর রিটার্ন ব্যবস্থা আরও সহজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি খুব টেক সেভি না, মেসেজ পড়া আর ইমেইল পাঠানো ছাড়া বেশি কিছু পারি না। এ সিস্টেমটি এমন হওয়া উচিত, যাতে সাধারণ মানুষও সহজেই এক্সেস করতে পারে।”


ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, বাজেট ঘোষণার পরে এনবিআর থেকে সুনির্দিষ্টভাবে জানানো হয় না যে কী পরিবর্তন আনা হয়েছে। গণমাধ্যমকর্মীদের জন্য বাজেট-পরবর্তী একটি সেমিনার আয়োজন জরুরি, যাতে তারা পরিবর্তনের প্রকৃতি ও উদ্দেশ্য ভালোভাবে বুঝে তা জাতির সামনে উপস্থাপন করতে পারেন।


সেমিনারে এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাজেটে আনা বিভিন্ন পরিবর্তন ও নতুন পদক্ষেপ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।


আরএক্স/