সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ইইউ পর্যবেক্ষক দল: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৩ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে। সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।
তিনি জানান, সাত সদস্যের এই প্রতিনিধি দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইইউ প্রতিনিধি দলের আগমনের বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
সচিব বলেন, "ইইউ পর্যবেক্ষক দল আগামী সেপ্টেম্বরে মাঝামাঝি সময় দেশে আসবে। তারা নির্বাচন-পূর্ব পরিবেশ, কমিশনের প্রস্তুতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। আজই এ বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।"
সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসির সর্বশেষ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন তিনি। সচিব জানান, নির্বাচন আয়োজনের জন্য লজিস্টিক, প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন পর্যায়ের কাজ ইতোমধ্যে অনেকটাই শেষ হয়েছে।
তিনি আরও বলেন, “আগামী কয়েকদিনের মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভোটের সম্ভাব্য সময়সূচি ও রূপরেখা ঘোষণা করা হতে পারে।”
উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরইমধ্যে সংস্কার কার্যক্রম শেষে আগামী রোজার আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্দিষ্ট সময়সীমা ও তফসিল ঘোষণার দাবিতে চাপ দিয়ে যাচ্ছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

যে জরুরি বার্তা জারি করেছে পুলিশের হেডকোয়ার্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

চীনের উদ্যোগ নয়, স্বাভাবিক প্রক্রিয়াতেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

৩৯ সেবা পেতে বাধ্যতামূলক হলো আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ
