যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী ইস্যুতে মুখ খুললেন অপু বিশ্বাস


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৭ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫


যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী ইস্যুতে মুখ খুললেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস-শাকিব-বুবলী, ফাইল ছবি ।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তার সাবেক স্ত্রী ও অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই প্রসঙ্গে শাকিবের আরেক সাবেক স্ত্রী অপু বিশ্বাস কী ভাবছেন—সে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অপু বিশ্বাস।


রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন অপু। 


অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে অপু বলেন, “কী অনুভূতি বলবো? মানুষ মানুষকে না-ও চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন কেউ আমাকে ভালোবাসতে পারে, আবার সেই মুহূর্তে সিফাতকে না-ও ভালোবাসতে পারে। আবার উল্টোটা হতে পারে। এটাই সত্যি।”


শাকিব প্রসঙ্গে কথা উঠতেই অপু আরও বলেন, “আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। কেউ যদি সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।”


অপু বিশ্বাস আরও বলেন, “ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের মধ্যে প্রফেশনাল সম্পর্ক রয়েছে। আমরা সবাই পেশাদার শিল্পী। তাই আমি সবাইকে সম্মান করি।”


সন্তান আব্রাম খান জয় প্রসঙ্গে তিনি বলেন, “আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি। কিন্তু একজন মা হিসেবে আমি তখনই সফল হবো, যেদিন আমার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো।”


সবশেষে ভক্তদের উদ্দেশে অপু বলেন, “ভক্তদের ভালোবাসা আর দোয়া আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। তারা যেন সবসময় সেই ভালোবাসা ও দোয়ায় আমাকে আগলে রাখেন।”


এই মন্তব্যে অনেকেই মনে করছেন, শাকিব-বুবলীর আলোচিত সফরের প্রতি কূটভাবে হলেও নিজের অবস্থান জানান দিলেন অপু বিশ্বাস।


আরএক্স/