প্রকৃত অপরাধীদের শায়েস্তা করতে হবে, না হলে ভোগান্তি কমবে না: পররাষ্ট্র উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৪ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫


প্রকৃত অপরাধীদের শায়েস্তা করতে হবে, না হলে ভোগান্তি কমবে না: পররাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, প্রকৃত অপরাধীদের শায়েস্তা না করলে সবুজ পাসপোর্টধারী বাংলাদেশিদের বিদেশে ভোগান্তি কমবে না। দেশের ভেতরের অস্থিরতা প্রবাসী দেড় কোটি মানুষের জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন তিনি।


সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তৌহিদ হোসেন বলেন, "মার্কিন ভিসা জটিলতার জন্য দায়ী আমরা নিজেরাই। আমাদের ভেতরের রাজনৈতিক অস্থিরতা ও শৃঙ্খলার অভাব এ অবস্থার জন্ম দিয়েছে। আমরা আমাদের অবস্থানকে দিন দিন দুর্বল করেছি।"


তিনি বলেন, "পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময় সব ধরনের সেবা নিশ্চিত করতে পারে না। বিদেশের মিশনগুলোতে সীমাবদ্ধতা থাকায় অনেক চেষ্টার পরও সেবা দেওয়া সম্ভব হয় না। তবে এসব দূতাবাসে সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।"


জুলাই গণঅভ্যুত্থান দিবস প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই অভ্যুত্থান দেশ ও জাতির অধিকার আদায়ের পথ সুগম করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে এটি ইতিহাসে অনুপ্রেরণা হয়ে থাকবে। তরুণ প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশ একদিন বিশ্বের কাছে অনুকরণীয় রাষ্ট্রে পরিণত হবে।”


দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশে ১৯৭৩ সাল থেকেই নির্বাচনে কারচুপির সংস্কৃতি শুরু হয়েছে। এখন পর্যন্ত মাত্র চারটি নির্বাচনে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়েছে, বাকিগুলোর ফল ছিল নিয়ন্ত্রিত ও প্রভাবিত।”


সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।