এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫

দেশে আবারও ১/১১-এর ‘পদধ্বনি’ শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তবে ঠিক কোন প্রেক্ষাপটে বা উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি উপদেষ্টা মাহফুজ।
তবে তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে তীব্র কৌতূহল। অনেকে একে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘সতর্ক বার্তা’ হিসেবে দেখছেন। ফেসবুকে তার পোস্টে নানা ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা। কেউ কেউ বর্তমান রাজনৈতিক অস্থিরতার সঙ্গে ২০০৭ সালের ঘটনার তুলনাও টেনে আনছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাহফুজ আলমের এমন মন্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ও আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা-সমালোচনা।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা—যা ‘১/১১’ নামে পরিচিত। ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. ফখরুদ্দীন আহমেদ। সমর্থন ছিল সেনাবাহিনীর, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদ।
ওই সময় দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ অনেক রাজনীতিক গ্রেপ্তার হন, চলে তথাকথিত ‘শুদ্ধি অভিযান’। প্রায় দুই বছর ক্ষমতায় ছিল সেই সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।
বর্তমান প্রেক্ষাপটে এমন একটি প্রসঙ্গ টেনে আনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মাহফুজ আলমের মন্তব্য।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

যে জরুরি বার্তা জারি করেছে পুলিশের হেডকোয়ার্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

চীনের উদ্যোগ নয়, স্বাভাবিক প্রক্রিয়াতেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

৩৯ সেবা পেতে বাধ্যতামূলক হলো আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ
