দেশের মানুষ অতীতে কখনও এত ভালো ছিল না: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর শাসনমালের পর কেবল শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনামলেই দেশ ও দেশের মানুষ ভালো থাকে। দেশের মানুষ অতীতে কখনও এতো ভালো ছিলো না।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দেশ পরিচালনায় নানা ভুলত্রুটির কথা স্বীকার করে নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেশ পরিচালনা করি, আমাদের ভুলত্রুটি থাকতে পারে। তবে আমরা দেশটাকে যত ভালোভাবে চালিয়ে যাচ্ছি, এ দেশকে যা দিয়ে যাচ্ছি, বঙ্গবন্ধুর পর তা এ দেশকে আর কেউ দিতে পারেনি। তারা নিজেদের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। আর শেখ হাসিনা এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।’
করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক সঙ্কটের কথা তুলে ধরে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন রেখে কাদের বলেন, ‘আপনারা তুলনা করেন, সমালোচনা করেন। বড় বড় কথা বলেন। আজকে বাংলাদেশের মানুষ যত ভালো আছে অত ভালো কি কোনোদিন ছিল?’
আওয়ামী লীগ গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে- বিএনপি নেতাদের এমন সমালোচনার জবাবে তিনি বলেন, ‘এদেশের গণতান্ত্রিক সংস্কৃতি, প্রাতিষ্ঠানিক কাঠামো বারবার ধ্বংস করেছে এই বিএনপি। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রক্ষমতা দখল করে সংবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। জিয়াউর রহমান এ দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসম্পর্কে যে অলঙ্ঘনীয় দেয়াল তুলে গেছেন, তা এখনও বাংলাদেশে রয়ে গেছে।’
জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি সেদিন খুনিদের প্রশ্রয় না দিলে পনের আগস্টে এই বর্বর ও মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটত না।’
মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সংবিধান মেনে সেভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন করতে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। আইন-শৃঙ্খলা, প্রশাসন সবকিছুই থাকবে নির্বাচন কমিশনের অধীনে। ফ্রি-ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। সমালোচনা না করে আসুন নির্বাচনে লড়াই করি।
তিনি বলেন, বিএনপির নেতাদের সমালোচনা শুনে লাভ নেই। পাকিস্তান-শ্রীলঙ্কার অবস্থার সাথে বাংলাদেশের অবস্থা তুলনা করে দেখুন, এরপরও বাংলাদেশের মানুষ ভালো আছে।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে কারও কাছ থেকে একটি পয়সাও ঋণ নেওয়া হয়নি। শতভাগ দুর্নীতিমুক্ত ভাবে পদ্মা সেতু নির্মাণ কাজ হয়েছে। আগামী জুনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের প্রস্তুতি চলছে।
ওআ/