শীতে সুস্থ থাকতে যা খাবেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

লাইফস্টাইল ডেস্ক: শীত এলেই বাড়ে
অসুখ-বিসুখ। কাশি, অ্যাজমা, জ্বর, কোল্ড অ্যালার্জি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু,
চামড়ার শুষ্কভাব ইত্যাদি। এই সময় সুস্থ থাকার জন্য ঋতুর এ পরিবর্তনে নিজেকে মানিয়ে
নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। কিন্তু শীতের কিছু সবজি, যা খেলে তরতাজা থাকবেন
আপনি।
আসুন জেনে নেওয়া যাক শীতে সুস্থ থাকতে
কী খাবেন:
১. শীতকালে
ত্বক, চুল ও ঠণ্ডা জনিত রোগ একটু বেশি দেখা দেয়। তাই শীতে খেতে পারেন ভিটামিন 'সি'।
কারণ ভিটামিন 'সি' রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতে ত্বক ও চুল ভালো রাখতে ভিটামিন
'সি’র বিকল্প নেই। এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা
আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে।
২. শীতের সময়ে
খেতে পারেন পেয়ারা, কিউ, ব্রকলি, লেবু, পেঁপে, স্ট্রবেরি ও কমলালেবু। এসব খাবার ভিটামিন
'সি' পাওয়ার সবচেয়ে ভালো উৎস।
৩. জিংক রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। এটি শরীরকে গরম রাখতেও সহায়তা করে।
শীতে মাংস, বীজ, দুধজাতীয় খাবার, বাদাম ও ডার্ক চকলেট রাখবেন।
৪. কুমড়ার বীজ,
শীতকালীন শাক-সবজি প্রচুর পরিমাণ খেতে পারেন। এসব খাবার খেয়ে শরীরকে গরম রাখতে পারেন।
৫. ডিমে প্রচুর
পরিমাণে প্রোটিন, জিংক, আয়রন, কপার, ভিটামিন 'ডি' রয়েছে। সামুদ্রিক মাছেও ওমেগা থ্রি
ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন 'ডি' রয়েছে। ডিম ও মাছ ভালো কোলেস্টরেল উৎপাদন করে
শরীরকে সুস্থ রাখে।
ওআ/