Logo

দেব-শুভশ্রীকে নিয়ে বিশেষ বার্তা রাজ চক্রবর্তীর

profile picture
জনবাণী ডেস্ক
১৫ আগস্ট, ২০২৫, ২৪:৩৩
39Shares
দেব-শুভশ্রীকে নিয়ে বিশেষ বার্তা রাজ চক্রবর্তীর
ছবি: সংগৃহীত

দেব-শুভশ্রীকে নিয়ে বিশেষ বার্তা রাজ চক্রবর্তীর

বিজ্ঞাপন

ওপার বাংলায় বড়পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। প্রায় এক দশক পর ফের একসঙ্গে দেখা মিলল এই জনপ্রিয় জুটির, যা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উচ্ছ্বাস।

মুক্তির আগে থেকেই ছবিকে ঘিরে নস্টালজিয়া ছড়িয়ে পড়েছিল ‘দেশু’ ফ্যানদের মধ্যে। তবে সেই আবেগের মাঝেই পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল। প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র খোঁচা দিয়ে লিখেছিলেন, “আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা।”

বিজ্ঞাপন

পরে নাম না করে এই মন্তব্যের জবাব দিয়েছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছিলেন, “না, বুকের বাঁ দিকটা তার চিনচিন, ঝিনঝিন কোনওটাই করেনি। ওর নাম রাজ চক্রবর্তী। তিনি শুধু সফল পরিচালক, প্রযোজক বা বিধায়ক নন, সফল স্বামী এবং বাবাও। রাজই তার বৌয়ের সবচেয়ে বড় সমর্থক ও উৎসাহদাতা।”

বিজ্ঞাপন

সব বিতর্ক পেরিয়ে ধূমকেতু মুক্তির পর এবার নিজেই বিশেষ বার্তা দিলেন রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে তিনি লেখেন—“এত বছরের প্রতীক্ষা শেষ। ধূমকেতু-র উদযাপন শুরু। প্রত্যেক হলে উন্মাদনা চোখে পড়ার মতো। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলীসহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় #Dhumketu মিস করবেন না যেন!”

রাজের এই সমর্থনমূলক পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন শুভশ্রীর স্বামী। কেউ লিখেছেন, “আপনি একজন ভালো স্বামী”, আবার কেউ বলেছেন, “রাজ দা, তুমি সত্যিই শুভর জন্য সঠিক মানুষ।”

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD