রিয়া মনি এখনও আমার স্ত্রী, অভিকে পেলেই শায়েস্তা করব: হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:০২ পিএম, ১৬ই আগস্ট ২০২৫

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছেন, স্ত্রী রিয়া মনি ও ম্যাক্স অভি প্রতারণার মাধ্যমে একটি ভুয়া তালাকনামা তৈরি করেছেন। তার দাবি, ওই কাগজপত্র মিথ্যা তথ্যভিত্তিক এবং সম্পূর্ণ বানোয়াট। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, রিয়া মনি ও অভিকে সামনে পেলেই শায়েস্তা করবেন।
শনিবার (১৬ আগস্ট) ঢাকায় নিজ কার্যালয়ে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দেন হিরো আলম। এর আগে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বাড়িতে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি তুলে ধরেন।
আরও পড়ুন: শোক প্রকাশ করে শেখ মুজিবকে নিয়ে শাকিব খানের পোস্ট
হিরো আলম বলেন, “রিয়া মনি এখনও আমার স্ত্রী। আমাকে ভুয়া কাগজ দেখানো হয়েছে যেন আমি তাদের ব্যক্তিগত বিষয়ে আর হস্তক্ষেপ না করি। রিয়া মনি ও অভি ভবিষ্যতে ভিডিও বানালে যেখানে পাবো, সেখানে ধোলাই দেব।”
এছাড়া তিনি জানান, ম্যাক্স অভি চার মাস আগে ইতিকে তালাক দিয়েছেন। তবে তিনি নিজে ইতি’কে বিয়ে করবেন না। তার ভাষায়, “ইতিকে বিয়ে করলে আমার আর অভির মধ্যে কোনো পার্থক্য থাকবে না।”
আরও পড়ুন: চঞ্চল আমার ছোট না হলে পায়ে হাত দিয়ে সালাম করতাম: প্রসেনজিৎ
মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়েও মন্তব্য করেন হিরো আলম। তিনি বলেন, “মিথিলা আমার স্ত্রী নয়। তার শখ হলো ভাইরাল হওয়া। সে ভাইরাল হওয়ার জন্য এসব নাটক সাজিয়েছে এবং আমার নামে মামলা করেছে। এই মামলায় যদি আমাকে জেলে যেতে হয়, যাবো, কিন্তু তাকে স্ত্রী হিসেবে মেনে নেবো না।”
এএস