বরফে ঢাকা এলাকা, অন্তঃসত্ত্বাকে কাঁধে করে হাসপাতালে পৌঁছালেন সেনারা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বরফে ঢাকা এলাকা, অন্তঃসত্ত্বাকে কাঁধে করে হাসপাতালে পৌঁছালেন সেনারা

সুজন চক্রবর্তী, আসাম: প্রাণের ঝুঁকি নিয়ে দেশ রক্ষাই নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো সেনার ব্রত তার প্রমাণ করলেন ভারতীয় সেনারা। তুষারপাতে আটকে পড়া অন্তঃসত্ত্বাকে হাসপাতালে পৌঁছাতে সাহায্য  করলেন তাঁরা। সেই ভিডিও এখন সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল। 

ভারতীয় সেনার বিবৃতি অনুযায়ী ,শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে জম্মু- কাশ্মীরের বারামুল্লার তেহশিলের ঘাগ্গর গ্রাম থেকে একটি ফোন পায় সেনা। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, এলাকায় ব‍্যাপক তুষারপাত হচ্ছে। বরফের ঢেকে গিয়েছে সর্বত্র। এই পরিস্থিতিতে বাড়ি থেকে বেরনো কার্যত অসম্ভব। এদিকে, বাড়িতে থাকা অন্তঃসত্ত্বার শরীর অত‍্যন্ত খারাপ। এখনই চিকিৎসকের কাছে তাঁকে নিয়ে যেতে না পারলে বড়সড় বিপদের সম্ভাবনা। শোনামাত্রই তড়িঘড়ি ব‍্যবস্থা নেয় ভারতীয় সেনা। উদ্ধারকারী দল অন্তঃসত্ত্বার বাড়ির কাছে পৌছায়। অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থা সত‍্যিই সংকটজনক তা বোঝার পরই স্ট্রেচারের বন্দোবস্ত করা হয়। অন্তঃসত্ত্বাকে স্ট্রেচারে শুইয়ে হাঁটতে শুরু করেন উদ্ধারকারী দলের সদস‍্যরা। প্রায় সাড়ে ৬কিঃমিঃ রাস্তা অতিক্রম করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অন্তঃসত্ত্বাকে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, চিকিৎসকের তত্ত্বাবধানে ভালই রয়েছেন এই মহিলা। বরফে ঢাকা রাস্তা পেরিয়ে যেভাবে যুদ্ধকালীন তৎপরতার ওই মহিলাকে স্বাস্থ‍্যকেন্দ্রে পৌঁছে দিয়েছেন সেনারা, তা সত‍্যি অসামান্য। ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে নিমেষেই। ভারতীয় সেনাকে কুর্নিশ  জানাচ্ছেন প্রায় সকলেই। বিপদের দিনে সেনাকে পাশে পাওয়াই যেন অক্সিজেন জোগাচ্ছে অন্তঃসত্ত্বার পরিজনদের। তাঁরা সেনার প্রশংসায় পঞ্চমুখ।

এসএ/