ওষুধ কোম্পানির দালালি করছেন ডাক্তাররা? প্রশ্ন তুললেন আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৬ পিএম, ১৬ই আগস্ট ২০২৫

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল -এমন প্রশ্ন তুলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “রোগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে?”
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।
আরও পড়ুন: হজের নিবন্ধন ফি জমা নেওয়ার অনুমতি পেল ৩৩ ব্যাংক
চিকিৎসকদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, “পৃথিবীর কোথাও ডাক্তারদের নির্দিষ্ট সময় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য রাখা হয় না। কিন্তু এ দেশে প্রাইভেট হাসপাতালগুলোতে তা নিয়মিত দেখা যায়। বড় বড় ডাক্তাররা কি তবে কোম্পানির মধ্যস্বত্বভোগী?”
তিনি আরও অভিযোগ করেন, অনেক সময় চিকিৎসকরা রোগীর সমস্যা বিস্তারিত না শুনেই প্রেসক্রিপশন লিখে দেন এবং অপ্রয়োজনীয় টেস্ট করতে বলেন।
আরও পড়ুন: বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান
এ প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ গরিব, তাদের ওপর অযথা ১৪-১৫টি টেস্ট চাপানো মানবিক নয়। ধনীদের থেকে নিন, কিন্তু গরিব রোগীদের ওপর এই বাড়তি বোঝা চাপাবেন না।”
তার বক্তব্যে চিকিৎসাসেবায় স্বচ্ছতা ও রোগীর প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন আইন উপদেষ্টা।
এএস