তিন বছর পর নয়াদিল্লি সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:২৮ পিএম, ১৬ই আগস্ট ২০২৫

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী সোমবার (১৮ আগস্ট) ভারতে পৌঁছাবেন। তিন বছরেরও বেশি সময় পর এটি তার প্রথম নয়াদিল্লি সফর হতে যাচ্ছে। শনিবার (১৬ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সফরকালে ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। বিশেষ করে দীর্ঘদিনের সীমান্ত অচলাবস্থা নিরসনকে কেন্দ্র করে এই সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৯
এবারের সফরে ওয়াং ই চীন-ভারত সীমান্ত ইস্যুতে বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৪তম বৈঠকে অংশ নেবেন। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার এ ধরনের বৈঠক হতে যাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সীমান্তে যৌথ টহল নিয়ে একটি সমঝোতায় পৌঁছায় ভারত ও চীন, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
অন্যদিকে, চলতি মাসের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাবেন। সাত বছরের মধ্যে এটিই তার প্রথম চীন সফর, যেখানে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এএস