পুতিনকে দেওয়া ব্যক্তিগত চিঠিতে কী লিখলেন মেলানিয়া ট্রাম্প?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৪২ পিএম, ১৬ই আগস্ট ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগত একটি চিঠি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে দেওয়া এই চিঠিতে তিনি ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন।
হোয়াইট হাউসের দুই কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১৬ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আলাস্কায় শীর্ষ সম্মেলনে আলোচনার সময় মেলানিয়া ট্রাম্পের লেখা চিঠিটি পুতিনের হাতে তুলে দিয়েছেন। স্লোভেনিয়ান বংশোদ্ভূত মেলানিয়া ট্রাম্প আলাস্কায় সফরে যাননি।
আরও পড়ুন: তিন বছর পর নয়াদিল্লি সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
কর্মকর্তারা চিঠির বিষয়বস্তু প্রকাশ না করলেও বলেছেন, এতে ইউক্রেনের যুদ্ধে অপহরণের শিকার হওয়া শিশুদের দুর্দশার কথা লিখেছেন মেলানিয়া। এছাড়া এই চিঠির বিষয়বস্তু আগে কখনও প্রকাশিত হয়নি।
ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়টিতে ইউক্রেনের জন্য অত্যন্ত সংবেদনশীল হিসেবে মনে করা হয়। ইউক্রেন কয়েক হাজার শিশু পারিবারিক কিংবা অভিভাবকের অনুমতি ছাড়াই রাশিয়া অথবা রাশিয়ার দখলকৃত অঞ্চলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে।
পরিবারের সম্মতি ছাড়া এই শিশুদের নিয়ে যাওয়ার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জাতিসংঘের চুক্তি অনুযায়ী, যুদ্ধশিশুদের অন্য দেশে নিয়ে যাওয়ার ঘটনা গণহত্যার সামিল বলে মনে করা হয়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় মার্কিন ফার্স্ট লেডির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আরও পড়ুন: আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৯
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘‘এটি সত্যিকারের মানবিক কাজ।’’ এর আগে মস্কো বলেছে, তারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ঝুঁকিপূর্ণ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করেছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় বলেছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর পর থেকে লাখ লাখ ইউক্রেনীয় শিশু মানবেতর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যুদ্ধের কারণে শিশুদের মানবিক অধিকার লঙ্ঘন হচ্ছে।
শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার আনকোরেজের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেছেন ট্রাম্প ও পুতিন। তবে ইউক্রেনে যুদ্ধের জন্য কোনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেননি তারা। সূত্র: রয়টার্স।
এমএল/