আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৯


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:১৯ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৯
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। স্থানীয় সময় শুক্রবার (১৫ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির জরুরি পরিষেবা সংস্থা নিশ্চিত করেছে।


আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি জানায়, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ওউদ এল হাররাচ নদীতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ১৮ জন ঘটনাস্থলেই মারা যান এবং আরও ৯ জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।


আরও পড়ুন: রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১


দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। 


তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি এল হাররাচ এলাকায় যাওয়ার পথে হঠাৎ রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা সিভিল ডিফেন্স কর্মীদের আসার আগেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।


আরও পড়ুন: তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প


আলজেরিয়ার সিভিল প্রটেকশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকাজে প্রায় ২৫টি অ্যাম্বুলেন্স, ১৬ জন ডুবুরি এবং চারটি নৌকা অংশ নেয়। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের খোঁজে অনুসন্ধান অভিযান চলতে থাকে।


এএস