সরকারি দপ্তরে ছবি সরানোর লিখিত নির্দেশনা নেই: উপপ্রেস সচিব


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১১ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


সরকারি দপ্তরে ছবি সরানোর লিখিত নির্দেশনা নেই: উপপ্রেস সচিব
ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরকারি দপ্তর ও বিদেশি মিশন থেকে সরানোর বিষয়ে আলোচনার সৃষ্টি হলেও এ নিয়ে কোনো লিখিত নির্দেশনা জারি করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।


শনিবার (১৬ আগস্ট) মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়। গুঞ্জন ওঠে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিসে রাষ্ট্রপতির ছবি সরাতে মৌখিক নির্দেশ পাঠিয়েছে। তবে মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ভাষাসংগ্রামী আহমদ রফিক


রোববার (১৭ আগস্ট) রাত ১০টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই সরকারি দপ্তরে ছবি ব্যবহার নিরুৎসাহিত করে আসছে এবং অলিখিতভাবে ‘জিরো পোর্ট্রেট’ নীতি মেনে চলছে। তবে ছবি সরানোর বিষয়ে কোনো দপ্তর বা মিশনকে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়নি।


তিনি আরও লিখেছেন, তারপরও দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোঁট পাকানোর সুযোগ কমে আসছে। কাটতি ধারে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড়সম করে তোলা হচ্ছে।


এএস