দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিলেন আসিফ নজরুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:২০ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিলেন আসিফ নজরুল
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডাক্তার প্রসঙ্গ’ শিরোনামে তিনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।


স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, এক অনুষ্ঠানে তিনি প্রথমে রোগী হিসেবে নিজের ভালো অভিজ্ঞতার কথা উল্লেখ করেছিলেন। পরে অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনাও তুলে ধরেন। তবে সেসব সমালোচনা সব চিকিৎসকের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে তিনি স্পষ্ট করেন।


আরও পড়ুন: সরকারি দপ্তরে ছবি সরানোর লিখিত নির্দেশনা নেই: উপপ্রেস সচিব


তার দাবি, অনেক ডাক্তার ভালোভাবে দায়িত্ব পালন করছেন, আবার কিছু চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে -এমন কথাই তিনি তুলে ধরেছিলেন।




তিনি আরও উল্লেখ করেন, সংবাদমাধ্যমে তার বক্তব্য সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি। ফলে অনেকের কাছে ভুল ধারণা তৈরি হতে পারে যে তিনি সব চিকিৎসকের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন। কিন্তু আসিফ নজরুল দ্ব্যর্থহীনভাবে জানান, তার বক্তব্য শুধুমাত্র একশ্রেণির চিকিৎসকদের উদ্দেশে ছিল।


আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ভাষাসংগ্রামী আহমদ রফিক


ড. আসিফ নজরুল বলেন, দেশের বিপুলসংখ্যক ডাক্তার সততা, দক্ষতা ও ত্যাগের সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের মনে আঘাত লাগতে পারে জেনে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।


সবশেষে তিনি লেখেন, যদিও কিছু সংখ্যক চিকিৎসকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য হতে পারে, সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।


এএস