ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ভাঙতে পারে যেকোনো সময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৫৩ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি বেশ নাজুক অবস্থায় আছে এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রোববার (১৭ আগস্ট) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে কী ঘটছে তা আমরা প্রতিদিন লক্ষ্য রাখি। শুধু এখানেই নয়, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং যেসব অঞ্চলে উত্তেজনা রয়েছে, সেসবকেও আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি।”
আরও পড়ুন: ভারতে বাংলাদেশি নারী পাচার বৃদ্ধি, যৌনপল্লিতে আটকে জোরপূর্বক দেহ ব্যবসা
রুবিও আরও জানান, যুদ্ধবিরতি বজায় রাখা আসলেই সবচেয়ে কঠিন কাজ এবং সেটিই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সময় তিনি ভারত-পাকিস্তানের সর্বশেষ সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথাও উল্লেখ করেন।
ভারতের দাবি, গত মে মাসে পাকিস্তান ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার পর ইসলামাবাদের উদ্যোগেই যুদ্ধবিরতি কার্যকর হয়।
আরও পড়ুন:
তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপেই বিষয়টি সমাধানের পথে আসে।
এএস