ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্স মঞ্চে ফিলিস্তিনি সুন্দরী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৫৪ পিএম, ২০শে আগস্ট ২০২৫


ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্স মঞ্চে ফিলিস্তিনি সুন্দরী
ছবি: সংগৃহীত

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে এবার ইতিহাস তৈরি করতে যাচ্ছে ফিলিস্তিন। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাদিন আইয়ুব।


২৭ বছর বয়সী নাদিন রামাল্লার পশ্চিম তীরের বাসিন্দা। তিনি ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব জেতেন এবং একই বছর মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নেন। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি নাদিন মানবিক কর্মকাণ্ডের জন্যও পরিচিত। গাজার চলমান সংকটের কারণে কিছুদিন আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের সংগ্রাম ও দৃঢ়তার কণ্ঠস্বর হয়ে ওঠেন তিনি।


আরও পড়ুন: আমি বিয়েতে রাজি ছিলাম না: মুনমুুন


নিজের ইনস্টাগ্রাম পোস্টে নাদিন লেখেন, “গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমি সেইসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে চায় না। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি।”


নাদিনের অংশগ্রহণ এমন এক সময়ে হচ্ছে, যখন গাজায় ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ লক্ষাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির দাবিও জোরদার হচ্ছে। অনেকেই তার অংশগ্রহণকে ফিলিস্তিনের জন্য নতুন আশার আলো হিসেবে দেখছেন।


আরও পড়ুন: দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ভাইরাল


মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নাদিন আইয়ুবকে স্বাগত জানিয়ে তার উপস্থিতিকে "ঐতিহাসিক" আখ্যা দিয়েছে। এবারের আয়োজনে ১৩০টিরও বেশি দেশের প্রতিযোগী সৌন্দর্য, প্রতিভা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উপস্থাপন করবেন।


এএস