বিয়েতে রাজি না থাকার কারণ জানালেন মুনমুন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮:১৪ পিএম, ২০শে আগস্ট ২০২৫

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। তবে বিয়ের আগে এ সম্পর্ককে বিয়েতে রূপ দিতে প্রথমে রাজি ছিলেন না মুনমুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই দ্বিধার কথা খোলাখুলিভাবে জানিয়েছেন তিনি।
মুনমুন বলেন, “আম্মু সবসময় বলতেন, নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবেন না। এমনকি আমার তিন ভাইয়ের কাউকেও ওই অঞ্চলের মেয়েদের সঙ্গে বিয়ে দেবেন না। তাই প্রথমে আমি বিয়েতে সম্মতি দিইনি। পরে আব্বু-আম্মু বুঝিয়ে বলেন, জামিল ভালো ছেলে, রাজি হও। এরপরেই আমি রাজি হই।”
আরও পড়ুন: ভক্তদের সারপ্রাইজ দিলেন হানিয়া আমির
তিনি আরও বলেন, “আমি নোয়াখালীর ছেলেকে বিয়ে করেছি, এখন মনে হয়, সব জায়গায় ভালো-মন্দ মানুষ থাকে। জামিল ভালো মানুষ, এটাই গুরুত্বপূর্ণ।”
বিয়ের পর কাজ নিয়েও নতুন পরিকল্পনা রয়েছে এই জুটির। মুনমুন জানান, “খুব শিগগিরই আমাদের একটি নতুন কাজ আসছে, যা ইতোমধ্যেই আরটিভিতে দেখানো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
আরও পড়ুন: দাম্পত্য কলহের গুঞ্জন উড়িয়ে যা বললেন জাহিদ হাসান
অন্যদিকে জামিল বলেন, “বিয়ের পর হঠাৎ করেই লন্ডনে চলে গিয়েছিলাম। দীর্ঘ সময় সেখানেই ছিলাম। এরপর দেশে ফিরে আবার তুরস্ক ভ্রমণে গিয়েছিলাম।”
গত ৬ এপ্রিল ঢাকার উত্তরায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মুনমুন আহমেদ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যান এবং মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। দেশে ফেরার পর বিজ্ঞাপন ও নাটকের মাধ্যমে বিনোদন জগতে পরিচিতি পান তিনি। ইতোমধ্যেই ১৫টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন এবং টেলিভিশন নাটকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।
এএস