দাম্পত্য কলহের গুঞ্জন উড়িয়ে যা বললেন জাহিদ হাসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৫০ পিএম, ২০শে আগস্ট ২০২৫

বাংলাদেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও মৌ দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছেন। বিচ্ছেদের ভিড়ে যেখানে অনেক দাম্পত্য ভেঙে যায়, সেখানে তাদের সংসারকে সফলতার উদাহরণ হিসেবেই দেখা হয়।
তবে শোবিজের অনুষ্ঠান কিংবা সামাজিক আসরে তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় গুঞ্জন ওঠে- ভালো নেই তাদের সম্পর্ক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে নানা আলোচনা।
আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে ছবি পোস্ট করে যে মন্তব্য করলেন বাঁধন
সম্প্রতি এক অনুষ্ঠানে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন অভিনেতা জাহিদ হাসান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের সংসারে কোনো সমস্যা নেই, বরং পরম সুখেই দিন কাটছে।
তার ভাষায়, “আমরা ভালো আছি। কিছু মানুষ আছে যাদের সবসময় কিছু না কিছু বলার থাকে। মৌ আমার সবকিছু দেখাশোনা করে, রান্না করে খাওয়ায়ও। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।”
আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্স মঞ্চে ফিলিস্তিনি সুন্দরী
স্ত্রীকে প্রশংসা করতে গিয়ে খানিকটা আবেগী হয়ে ওঠেন জাহিদ। তিনি বলেন, “আমাদের কখনও ইগোর লড়াই হয় না। মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।”
একসঙ্গে কোথাও না যাওয়া প্রসঙ্গে অভিনেতা জানান, ব্যস্ত শুটিং সূচির কারণেই এমন হয়। এমনকি এক ভাইয়ের বিয়েতেও কাজের কারণে যেতে পারেননি তিনি। তাই অনুষ্ঠানে প্রায়ই মৌ একাই যান।
আরও পড়ুন: আমি বিয়েতে রাজি ছিলাম না: মুনমুুন
কথোপকথনে উঠে আসে তার অতীত প্রেমের প্রসঙ্গও। জাহিদ জানান, সেই সম্পর্কের কথা তার পরিবার জানে, আর মৌ মাঝেমধ্যেই তা নিয়ে মজাও করেন। তবে সাবেক প্রেমিকাকে নিয়ে কখনও কটু কথা বলেননি জাহিদ।
তার ভাষায়, “তাকে অসম্মান করতে চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও ভালো থাকুক, এটাই সবচেয়ে বড় কথা।”
আরও পড়ুন: দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ভাইরাল
বর্তমানে জাহিদ-মৌ দম্পতির সংসার ভরপুর সুখেই চলছে। তাদের দুই সন্তান জোহায়রা জাহিদ পুষ্পিতা ও জারিফ জাহিদ সাইম পড়াশোনায় ব্যস্ত।
এএস