শেখ হাসিনার সঙ্গে ছবি পোস্ট করে যে মন্তব্য করলেন বাঁধন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৪০ পিএম, ২০শে আগস্ট ২০২৫

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে সরব উপস্থিতি দেখা গিয়েছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি থেকে শুরু করে রাজপথে সরব অবস্থান, সবখানেই ছিলেন আলোচনায়। অভ্যুত্থানের পর বিজয়ের উচ্ছ্বাসে ঢাকার রাস্তায় রিকশায় ঘুরতেও দেখা গিয়েছিল তাকে। তবে এর পর থেকেই আওয়ামী লীগ সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।
সম্প্রতি বাঁধন তার ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি পুরোনো ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, একসময় শেখ হাসিনাকে ভালোবাসতেন। তবে সময়ের সঙ্গে উপলব্ধি করেছেন, ক্ষমতা মানুষকে শয়তানে পরিণত করতে পারে।
আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্স মঞ্চে ফিলিস্তিনি সুন্দরী
ছবিটি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বাঁধন লিখেন, সেই সময় মজা করে শেখ হাসিনাকে বলেছিলেন, অনেকে ভাবছে তারা নাকি আগে থেকেই একই রঙের পোশাক পরে এসেছেন। উত্তরে হাসিনা হেসেছিলেন। তখন তিনি সত্যিকারের একজন সাধারণ মানুষের মতো মনে হয়েছিলেন।
বাঁধন আরও উল্লেখ করেন, শেখ হাসিনার জীবনগল্প তাকে একসময় অনুপ্রাণিত করেছিল। তবে সময়ের সঙ্গে দেখেছেন, ক্ষমতার দাপটে মানুষ নিজের মানবিকতা হারিয়ে ফেলে। তিনি প্রশ্ন তোলেন, "আমি শুধু হাসলাম মানে কি আমি প্রধানমন্ত্রী হওয়ার পথে আছি? তাহলে এত ভয় পাচ্ছেন কেন? আমি মানুষের কথা বলি, মানুষের পাশে থাকি।"
আরও পড়ুন: আমি বিয়েতে রাজি ছিলাম না: মুনমুুন
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা সমালোচনার জবাবও দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “আমাকে আক্রমণ করা ছাড়া আপনাদের কাজ নেই? দেশের নারীদের সঙ্গেও কি এমন আচরণ করেন? আপনারা জিতেছেন, অভিনন্দন। তবে অন্তত মানুষ হয়ে আচরণ করতে পারেন।”
এএস