‘সেই চুক্তি আর থাকছে না’ যা জানালেন শ্রাবন্তী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪৯ এএম, ২১শে আগস্ট ২০২৫


‘সেই চুক্তি আর থাকছে না’ যা জানালেন শ্রাবন্তী
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন টালিউড চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। আসছে পূজায় মুক্তি পাচ্ছে তার নিতুন সিনেমা ‘দেবী চৌধুরানী’। ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবিটির টিজার। আর এখন নায়িকার ব্যস্ততা এই সিনেমাকে ঘিরেই। এমন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বড় ঘোষণা দিলেন তিনি।


মূলত, পূজা উদ্বোধন, মাচা অনুষ্ঠান বা অন্য কোনো সাংস্কৃতিক ইভেন্টে ওপার বাংলার তারকারা সাধারণত কিছু নির্দিষ্ট মানুষের মাধ্যমে যোগাযোগ করে সব আয়োজন সম্পন্ন করেন। এরকম একজনের সঙ্গে দীর্ঘদিন শ্রাবন্তীও যুক্ত ছিলেন, যাতে তিনি এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে পারেন। কিন্তু নায়িকা জানালেন, এবার আর সেই ব্যক্তির সঙ্গে তিনি যুক্ত নেই।


আরও পড়ুন: ভক্তদের সারপ্রাইজ দিলেন হানিয়া আমির


এক বিবৃতি দিয়ে সামাজিক মাধ্যমে শ্রাবন্তী লেখেন, ‘অনেকদিন ধরে আমি একজন নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে মুক্ত মঞ্চের অনুষ্ঠান, সাংস্কৃতিক উৎসব এবং উদ্বোধনী অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ ছিলাম। তবে এখন থেকে সেই চুক্তি আর কার্যকর থাকছে না।’


তিনি আরও লেখেন, ‘অতএব ভবিষ্যতে যেকোনো ধরনের মুক্ত মঞ্চের অনুষ্ঠান, সাংস্কৃতিক উৎসব, উদযাপন বা উদ্ধোধনী অনুষ্ঠানের জন্য আমি কারও সঙ্গে চুক্তিবদ্ধ নই। এই ধরনের অনুষ্ঠান সংক্রান্ত যেকোনো যোগাযোগের জন্য অনুগ্রহ করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।’


আরও পড়ুন: দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ভাইরাল


এরপর শ্রাবন্তী তার অফিসিয়াল নম্বরটি শেয়ার করেন। তবে এর কিছুক্ষণের মধ্যেই এই বিবৃতিটি সরিয়ে দেন অভিনেত্রী।  


উল্লেখ্য, অনেক সময়ই এই ধরনের ব্যক্তিরা আয়োজকদের কাছে তারকাদের নিয়ে আসার নাম করে মোটা টাকা প্রতারণা করে। আয়োজকরা যাতে প্রতারিত না হন আর শ্রাবন্তী নিজেও যাতে হেনস্তা হতে না পারেন সেই কারণেই এই ঘোষণা।


এমএল/