অনুমতি ছাড়াই ছবি-ভিডিও ব্যবহারে হুঁশিয়ারি প্রভার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৪৬ পিএম, ২১শে আগস্ট ২০২৫

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন শোবিজ ইন্ডাস্ট্রিতে। এই সময়ের মধ্যে অভিনয়গুণে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন। একইসঙ্গে প্রশংসিত হয়েছেন দর্শকমহলে।
সাদিয়া জাহান প্রভা অভিযোগ করেছেন, একটি প্রতিষ্ঠান তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি এগুলো তাদের বিজ্ঞাপনে ব্যবহার করছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ট্রল করা মানুষরা হতাশা ও ঈর্ষাগ্রস্ত: দীঘি
প্রভা বলেন, “আমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না, কোনো সার্ভিসও নেই। আমার অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ব্যবহার করা অনৈতিক।” তিনি প্রতিষ্ঠানটিকে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
প্রভা ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজে আসেন। তারপর অসংখ্য নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন। বর্তমানে দেশে-বিদেশে ভ্রমণেও দেখা যায় তাকে।
আরএক্স/