৮ মামলায় জামিন পেলেন ইমরান খান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৪৯ পিএম, ২১শে আগস্ট ২০২৫


৮ মামলায় জামিন পেলেন ইমরান খান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সংশ্লিষ্ট আটটি মামলায় জামিন পেয়েছেন।


বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে।


বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খানের করা আপিল গ্রহণ করে। এর আগে হাইকোর্ট ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট আটটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল।


আরও পড়ুন: সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই


রায়ের মাধ্যমে আদালত ৭২ বছর বয়সী ইমরান খানকে অন্য কোনোও মামলায় অভিযুক্ত না করা হলে মুক্তির নির্দেশ দেয়। তবে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত থাকায় তাকে কারাগারেই থাকতে হবে।


ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খানকে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলার মুখোমুখি হতে হচ্ছে।


সম্প্রতি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশ কয়েকজন নেতা ও আইনপ্রণেতা এবং সংসদের উভয় কক্ষের বিরোধী নেতাও একই ধরনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।


২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় গ্রেপ্তোরের পর খানের সমর্থকরা রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ভাঙচুর চালায়।

সূত্র: জিও নিউজ, আনাদোলু


এসএ/