আন্দোলনের মধ্যেও উপ-নির্বাচনে অংশ নিচ্ছে ইমরান খানের পিটিআই


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:১৩ পিএম, ২১শে আগস্ট ২০২৫


আন্দোলনের মধ্যেও উপ-নির্বাচনে অংশ নিচ্ছে ইমরান খানের পিটিআই
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের মধ্যেও আসন্ন উপ-নির্বাচনে অংশ নেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে অনুষ্ঠিত জরুরি বৈঠকে দলটির রাজনৈতিক কমিটি এ সিদ্ধান্ত নেয়।


বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে।


আরও পড়ুন: ৮ মামলায় জামিন পেলেন ইমরান খান


দলীয় সূত্র জানায়, কমিটির অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষে মত দেন। তারা যুক্তি দেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর জন্য ফাঁকা মাঠ ছেড়ে দেওয়া উচিত হবে না। এজন্য যেসব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


তবে বিরোধী দলের নেতা মনোনয়ন প্রসঙ্গে রাজনৈতিক কমিটি চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। অধিকাংশ সদস্য চান, পিটিআইয়ের ভেতর থেকেই একজন নেতাকে মনোনয়ন দেওয়া হোক। এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিটি।


আরও পড়ুন: এবার বড় পরিসরে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করতে যাচ্ছে ইরান


এদিকে পাকিস্তানের নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, আসন্ন উপ-নির্বাচনে এনএ-১৪৩, এনএ-১৮৫ ও পিপি-২০৩ আসনে আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে প্রস্তুতি শুরু হয়েছে বলে কমিশন জানিয়েছে।


এএস