এবার বড় পরিসরে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করতে যাচ্ছে ইরান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫৫ পিএম, ২১শে আগস্ট ২০২৫


এবার বড় পরিসরে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করতে যাচ্ছে ইরান
সংগৃহীত ছবি।

ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে দুই দিনব্যাপী ‘সাসটেইনেবল পাওয়ার ১৪০৪’ নামের ক্ষেপণাস্ত্র মহড়ার অপারেশনাল পর্ব শুরু করছে ইরান। 

আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান অধিকাংশ মার্কিনি


বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা মেহের।

এতে বলা হয়েছে, উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে দুই দিনব্যাপী এই মহড়া পরিচালিত হবে।


দেশটির নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানী বলেছেন, দেশীয় দক্ষতার ওপর নির্ভর করে শুরু হতে যাওয়া এই মহড়ার লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি ও জনসাধারণের আস্থা বৃদ্ধি করা, কর্মক্ষম পরিকল্পনা ও কমান্ড-নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করা।


আরও পড়ুন: সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই


তিনি অস্ত্রশস্ত্র সম্পর্কে ব্যাখ্যা করেছেন, ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু এবং ধ্বংস করার জন্য স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার বিস্তৃত পরিসরের নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এই মহড়ায়। এতে ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।


এসডি/