ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান অধিকাংশ মার্কিনি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩০ পিএম, ২১শে আগস্ট ২০২৫


ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান অধিকাংশ মার্কিনি
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ নাগরিক।


রয়টার্স/ইপসোস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, ৩৩ শতাংশ মার্কিনি এই প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং ৯ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।


আরও পড়ুন: ভারত, চীন ও রাশিয়ার ত্রিপাক্ষিক আলোচনা শিগগিরই


জরিপে দলীয় বিভক্তিও স্পষ্টভাবে ধরা পড়ে। ডেমোক্র্যাট সমর্থকদের ৭৮ শতাংশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে মত দিলেও, রিপাবলিকানদের ৫৩ শতাংশ এ প্রস্তাবের বিপক্ষে।


এ ছাড়া প্রায় ৬৫ শতাংশ মার্কিনি বলেছেন, গাজায় অনাহারে থাকা মানুষদের সহায়তায় যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে। তবে ২৮ শতাংশ এই প্রস্তাবে দ্বিমত পোষণ করেছেন, যাদের মধ্যে রিপাবলিকানদের সংখ্যা বেশি।


বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের জনসমর্থন কমতে থাকা দেশটির জন্য উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য ও কূটনৈতিক সহায়তার ওপর নির্ভরশীল।


আরও পড়ুন: টাকা নয়, প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে খাবার মেলে ক্যাফেতে


কানাডা, ব্রিটেন ও ফ্রান্স সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক চাপও বাড়ছে ইসরায়েলের ওপর।


জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, ফলে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করে বলছে, ত্রাণ চালান চুরি করছে হামাস। অন্যদিকে হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।


আরএক্স/