বউকে শিক্ষা দিতে শাশুড়ির সাথে প্রেম!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আন্তর্জাতিক ডেস্ক: কথায় আছে, ঝিকে মেরে বউকে বোঝানো। কিন্তু এবার ঘটেছে অদ্ভুত এক ঘটনা। বউকে শিক্ষা দিতে শাশুড়ির সাথে সম্পর্কে জড়ালেন স্বামী। আর তারপর গোটা ঘটনার বর্বণা করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা সামনে আসতেই স্তম্ভিত হয়ে গিয়েছে সবাই। জানা গিয়েছে, রেডিট নামক সোশ্যাল মিডিয়ায় জনৈক ইউজার নিজের নিজের সিক্রেটস বা গোপন কথা সবার সাথে শেয়ার করার জন্য আহ্বান জানান। নিজেদের জীবনের এমন কিছু কথা, যার জন্য কিনা অনুতাপ হয়েছে পরবর্তীতে, সেইসব সিক্রেটস-ই এবার সবার মাঝে প্রকাশ করতে বলেন ওই ইউজার। এরপর অনেকেই অনেক শকিং কার্যকলাপ থেকে অভিজ্ঞতা লেখেন।
ঐ ব্যাক্তি লেখেন, আমি ধরতে পারি যে আমার স্ত্রী আমাকে ঠকাচ্ছে। আর তারপরই ঠিক করি যে স্ত্রীকে উচিত শিক্ষা দিতে হবে। আর তাই এইজন্য শাশুড়ির সাথে মেলামেশা বাড়িয়ে দিই। তারপর অল্প কিছুদিনের মধ্যেই আমরা একে অপরের কাছাকাছি চলে আসি। আমাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
স্বাভাবিকভাবেই এই সিক্রেটস পড়া বা জানার পর সবাই হতভম্ব হয়ে যায়। তবে শুধু এই ইউজারই নন, আরও অনেকেই অনেক অদ্ভুতূড়ে কাণ্ডকারখানা ও অভিজ্ঞতার কথা লিখেছেন।