বিয়ে করলেন তানজিদ তামিম


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:৪০ পিএম, ২১শে আগস্ট ২০২৫


বিয়ে করলেন তানজিদ তামিম
ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। 


বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি জানান। পোস্টে সহধর্মিনীর সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, "দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।"


আরও পড়ুন: ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ


ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ দলের সাফল্যের পর ২০২৩ সালে জাতীয় দলে অভিষেক হয় তানজিদের। এখন পর্যন্ত ২৬ ওয়ানডে খেলেছেন, ৪ ফিফটির মাধ্যমে ৫৪৮ রান সংগ্রহ করেছেন। ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস ৮৪। 


টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে ৬৫৫ রান করেছেন, পাঁচটি ফিফটি সহ। আসন্ন এশিয়া কাপেও দলের অন্যতম ভরসা হিসেবে খেলবেন তিনি।


আরএক্স/