প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২২ এএম, ২২শে আগস্ট ২০২৫

ক্যাম্পাস প্রতিনিধি: রাজধানীর সরকারি সাত কলেজকে একত্র করে গড়ে ওঠা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত)-তে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা, যা এ বিশ্ববিদ্যালয়ের যাত্রায় একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
প্রথমবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে তিন ইউনিটে আবেদন করেছেন প্রায় ৭২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে সুযোগ পাবেন মাত্র সাড়ে ১১ হাজার। ফলে প্রতিযোগিতা হবে বেশ কঠিন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “প্রথম ভর্তি পরীক্ষা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলেও আমরা আশাবাদী। পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে কাজ করবে।”
https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং পরীক্ষার দিন নির্ধারিত সময়ের অন্তত আধা ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষা ধরন ও শর্ত- কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে। ভুল উত্তরে কাটা যাবে ০.২৫ নম্বর। পাস করতে হবে অন্তত ৪০ নম্বর, তবে বাংলা বা ইংরেজি— যেকোনো একটিতে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।
বিজ্ঞান ইউনিটে পদার্থবিদ্যা, রসায়নসহ চার বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ের মান ২৫ করে মোট ১০০। পাশ নম্বর ৪০।
ব্যবসায় শিক্ষা ইউনিটে এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
মেধাক্রম ও ভর্তি প্রক্রিয়া- ভর্তি পরীক্ষার ফলাফল মেধাক্রমে নির্ধারিত হবে ১২০ নম্বরের ভিত্তিতে। এসএসসি থেকে ১০, এইচএসসি থেকে ১০ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ হয়ে তৈরি হবে চূড়ান্ত তালিকা।
২০ অক্টোবর প্রকাশ হবে বিষয় ও কলেজ বরাদ্দের ফল। ২৫ অক্টোবর ভর্তি কার্যক্রম শেষ করার পর ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যাত্রা শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করল। প্রথম ভর্তি পরীক্ষা তাই শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং সমগ্র উচ্চশিক্ষা ব্যবস্থার জন্যই একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।
উল্লেখ্য যে, রাজধানীর সরকারি সাত কলেজে দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার সুযোগ বিস্তৃত হলেও প্রশাসনিক ও স্বতন্ত্র পরিচয়ের অভাব ছিল। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শাহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজ— রাজধানীর এই সাতটি ঐতিহ্যবাহী কলেজ বহুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। দীর্ঘদিনের দাবি ও আলোচনার পর অবশেষে তাদের সমন্বয়ে প্রস্তাবিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ফলে শিক্ষার্থীরা পাচ্ছেন নতুন স্বতন্ত্র পরিচয় ও স্বপ্ন গড়ার সুযোগ।
এসএ/