শেখ হাসিনার বক্তব্য প্রচারে কড়া নিষেধাজ্ঞা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৫ পিএম, ২২শে আগস্ট ২০২৫


শেখ হাসিনার বক্তব্য প্রচারে কড়া নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার ও প্রচার না করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ধরনের কার্যকলাপকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।


শুক্রবার (২২ আগস্ট) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।


বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে দণ্ডিত অপরাধী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বক্তব্য বা অডিও প্রচার করা আইনবিরোধী। 


তাছাড়া, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও ঘৃণা ছড়ায় এমন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল।


সরকার জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেন। এ ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রচার হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন: সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর ওপর গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যেই তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তিনি বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন।


এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম দেশের আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী তাদের নেতাদের বক্তব্য প্রচার বা প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান আইনের আওতায় আসবে।


অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক অখণ্ডতার পথে এগিয়ে নেওয়ার কাজ চলছে। দেশ প্রথমবারের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।


সংবাদমাধ্যমগুলোর উদ্দেশে বলা হয়, শেখ হাসিনার বক্তব্য ও অডিও সম্প্রচার করলে তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এবং গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই এ ধরনের প্রচার থেকে বিরত থাকতে হবে, নতুবা আইনি জবাবদিহির মুখে পড়তে হবে।

এসএ/