দেবের সঙ্গে ডেটিং গুঞ্জনে যা জানালেন ইধিকা পাল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:০৯ পিএম, ২২শে আগস্ট ২০২৫


দেবের সঙ্গে ডেটিং গুঞ্জনে যা জানালেন ইধিকা পাল
ছবি: সংগৃহীত

টালী পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে দেব ও ইধিকা পালের রসায়ন। পরপর তিন সিনেমাতে একসঙ্গে অভিনয় তাদের; শুরুটা হয়েছিল ‘খাদান’ দিয়ে। আর সেখানে দেব-ইধিকার অনবদ্য রসায়ন দর্শকের মন জয় করে নিয়েছে। এরপর ‘রঘু ডাকাত’ এবং ‘প্রজাপতি ২’ চলচ্চিত্রে একসঙ্গে হাজির হচ্ছেন এই জুটি। তাই ভক্তদের মুখে মুখে তাদের নিয়ে চলে এসেছে তথাকথিত এক ‘ডেটিং’ গুঞ্জন।


তবে এসব গুঞ্জন রটেও নানান সব যুক্তিতেই! ভক্তদের একাংশের মত, প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র নাকি দেবকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন। পরে বিষয়টিকে টেকনিক্যাল গ্লিচ হিসেবে ব্যাখ্যা করা হয়। সে থেকে তারা ভাবতে শুরু করে, নিজেদের মধ্যে বুঝি আগের মতো ভালো সম্পর্ক নেই দেব-রুক্মিণীর।


আরও পড়ুন: আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম: নুসরাত জাহান


সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে দেবের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ তাদের নিয়ে এই যে ডেটিং চর্চা রটছে, তা নিয়ে। এতে দেবের নায়িকা ভারতীয় সংবাদমাধ্যমে জবাব দেন, ‘আমি এটা নিয়ে কখনো ভাবিনি। এতদূর যাইনি। এর আগেও যখন এসব নিয়ে কথা উঠেছে, আমাকে তা খুব একটা বিচলিত করেনি। যারা আমার থেকে বড়, তাদের বিচলিত করছে না। আমাকে কেন করবে।’


ইধিকার অভিনয় জীবন শুরু হয়েছে ছোট পর্দা দিয়ে। তবে বড় পর্দায় প্রথম কাজটি ছিল বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমায়, যেখানে শাকিব খানের বিপরীতে দেখা গেছে তাকে। বাংলাদেশে তাকে ডাকা হয় ‘শাকিবের নায়িকা’ও! এরপর ‘খাদান’ সিনেমার নায়িকা হওয়ার সুযোগ আসে ইধিকার। 


এমএল/