ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির উপস্থিতিতেই হাতাহাতি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৫৪ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে সিইসির উপস্থিতিতেই হাতাহাতি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনসীমা নিয়ে আপত্তি শুনানিতে হাতাহাতির ঘটনা ঘটেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারের উপস্থিতিতেই।


রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানির প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুপক্ষের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।


আরও পড়ুন: সীমানা পুনর্নির্ধারণে নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে: সিইসি


ইসি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে একাধিক আবেদন জমা পড়ে। শুনানির সময় একপক্ষের বক্তব্যের পর অপরপক্ষ আপত্তি জানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ইসি কর্মকর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ইসি সচিব ওই আসনগুলোর শুনানি সমাপ্ত ঘোষণা করে সংশ্লিষ্ট সবাইকে কক্ষ ত্যাগের নির্দেশ দেন।


শুনানিতে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে এলাকার কয়েকজন অংশগ্রহণকারী খসড়ার বিপক্ষে অবস্থান জানান। এরই মধ্যে দুপক্ষের সমর্থকদের মাঝে ধাক্কাধাক্কি ও হাতাহাতি ঘটে।


এএস