Logo

সিনেমার নায়ক থেকে যেভাবে রাজনীতির ময়দানে জননায়ক বিজয়

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫, ২২:৪৬
90Shares
সিনেমার নায়ক থেকে যেভাবে রাজনীতির ময়দানে জননায়ক বিজয়
ছবি: সংগৃহীত

সেখানেই দেশের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে ছুড়ে দেন তার রাজনৈতিক হুংকার; মুহূর্তেই গর্জে ওঠে সমাবেশস্থল।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর মাদুরাই জেলায় আয়োজিত এক বিশাল রাজনৈতিক মহাসমাবেশেদক্ষিণী সুপারস্টার ও সদ্য রাজনীতিতে আসা নেতা থালাপতি বিজয় জাতির সামনে তার আদর্শিক অবস্থান স্পষ্ট করেন। সেখানেই দেশের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে ছুড়ে দেন তার রাজনৈতিক হুংকার; মুহূর্তেই গর্জে ওঠে সমাবেশস্থল।

বিজ্ঞাপন

এটি ছিল দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) এর মহাসমাবেশ। দলের প্রতিষ্ঠাতা ও নেতা থালাপতি বিজয় তার অবস্থানও স্পষ্ট করেন; অপশাসনের বিরুদ্ধে দেখান এক অদম্য সাহসিকতা। কারণ এই নায়ক মনে করেন, রাজনীতি সিনেমার মতো সহনশীলতার জায়গা নয়, এটি যুদ্ধক্ষেত্র। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বেছে নিলেন লড়াইয়ের পথ।

বিজ্ঞাপন

দক্ষিণ ভারতের প্রভাবশালী নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম এর প্রতিষ্ঠাতা বিজয় এই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন। সমাবেশে হাজারো মানুষের সামনে বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।

যদিও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো বিজয়ের এ বক্তব্য প্রায় এড়িয়ে গেছে। তবে দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে তার ভাষণের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কপাল ও হাতে কমলা-হলুদের ওড়না বেঁধে সাহসী নেতার বেশে মানুষের সঙ্গে অভিবাদন বিনিময় করছেন বিজয়; লাখো জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা তখন মুখর।

বিজ্ঞাপন

তবে শুধু ভারতের ভক্তরাই নন, বাংলাদেশের ভক্তরাও বিজয়ের এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, সিনেমায় যেমন তিনি নায়কের চরিত্রে অবতীর্ণ হন, বাস্তব রাজনীতিতেও নিজেকে একইভাবেই উপস্থাপন করছেন। নেটিজেনদের মন্তব্য, ‘সিনেমার নায়ক থেকে তিনি এখন বাস্তবের নায়ক। জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।’

বিজ্ঞাপন

চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে ‘থালাপতি’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকা। কোটি কোটি ভক্তের ভালোবাসা নিয়ে তিনি সফল ক্যারিয়ারে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন।

কিন্তু প্রশ্ন হলো, পর্দার নায়ক হঠাৎ রাজনীতিতে এত সক্রিয় হলেন কেন?

বিজ্ঞাপন

আসলে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতেই রাজনীতিতে নাম লেখান থালাপতি বিজয়। তিনি গড়েন নিজস্ব দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। দল ঘোষণার আট মাস পর ২০২৪ সালের অক্টোবরে প্রথম জনসভায় অংশ নেন তিনি। মাত্র ৯ মাসের ব্যবধানে টিভিকে নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় আলোড়ন;  আর ঘোষণা করেন, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে মাদুরাই এর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

বিজয়ের লক্ষ্য একটাই, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জেতা এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করা। কারণ এই নায়ক মনে করেন, রাজনীতি কোনো পেশা নয়, এটি জনসেবা। সিনেমায় যেমন ন্যায়ের পক্ষে লড়ি, বাস্তব জীবনেও আমি সেই পথই বেছে নিয়েছি।

বিজ্ঞাপন

এসডি/

এসডি/

বিজ্ঞাপন


Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD