গাজায় ইসরায়েলি হামলা, চার সাংবাদিকসহ নিহত ১৫


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:০২ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


গাজায় ইসরায়েলি হামলা, চার সাংবাদিকসহ নিহত ১৫
সংগৃহীত ছবি।

ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় গাজার কেন্দ্রীয় হাসপাতাল নাসের মেডিকেল কমপ্লেক্সে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন চারজন সাংবাদিক এবং একজন উদ্ধারকর্মী। নিহত সাংবাদিকদের মধ্যে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের চুক্তিভিত্তিক ক্যামেরাপারসন হুসাম আল-মাসরি আছেন।


আরও পড়ুন: সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার


হামলাটি সংঘটিত হয় দুই দফায়। প্রথম দফার হামলায় রয়টার্সের চুক্তিভিত্তিক ক্যামেরাপারসন হুসাম আল-মাসরি ঘটনাস্থলেই নিহত হন। এরপর যখন অন্য সাংবাদিক, উদ্ধারকারী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে যান, তখন চালানো হয় দ্বিতীয় দফার বোমা হামলা।


সোমবার (২৫ আগস্ট)  রয়টার্স এক বিবৃতিতে জানায়, সহকর্মী হুসাম আল-মাসরির মৃত্যু ও হাতেম খালেদের আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা দ্রুত পরিস্থিতির তথ্য সংগ্রহ করছি এবং গাজা ও ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—হাতেম খালেদের চিকিৎসায় সহায়তা করুন।


গাজার স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানিয়েছেন, নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন মারিয়াম আবু দগ্গা মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হয়ে কাজ করতেন। এ ছাড়া আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ সালামা এবং ফ্রিল্যান্স সাংবাদিক মুয়াজ আবু তাহাও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও আছেন।


ইসরায়েলি সামরিক বাহিনী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।


আরও পড়ুন: বাতিল হলো স্পেসএক্সের স্টারশিপ ১০-এর উৎক্ষেপণ


সাংবাদিকদের লক্ষ্য করে হামলার ঘটনায় ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে জনিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে,  এটি মুক্ত সংবাদমাধ্যমের ওপর সরাসরি হামলা। সাংবাদিকদের হত্যা করে পেশাগত দায়িত্ব পালনে বাধা দিতেই ইসরায়েল এ ধরনের আক্রমণ চালাচ্ছে।"


সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২৪০ জন সাংবাদিক নিহত হয়েছেন।


এসডি/