সরকারি চাকরিজীবীরা এ বছর পাচ্ছেন আরও দুটি লম্বা ছুটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৭ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

চলতি বছর একের পর এক দীর্ঘ ছুটি উপভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। এরই ধারাবাহিকতায় বছরের শেষ প্রান্তে এসে তাদের অপেক্ষায় রয়েছে আরও দুটি বড় ছুটির সুযোগ।
২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, বছরের বাকি সময়ে চাকরিজীবীরা মোট পাঁচদিন সরকারি ছুটি পাবেন। এর মধ্যে চারদিন সাধারণ ছুটি এবং একদিন নির্বাহী আদেশে ঘোষণা করা হবে।
আরও পড়ুন: ৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ছুটিগুলো হলো- ঈদে মিলাদুন্নবী (৬ সেপ্টেম্বর, শনিবার), দুর্গাপূজা (১ অক্টোবর, বুধবার এবং ২ অক্টোবর, বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।
এর মধ্যে দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে। ফলে টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে। একইভাবে বড়দিনের সরকারি ছুটি (২৫ ডিসেম্বর) এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মীরা।
আরও পড়ুন: জেলা-উপজেলায় শুরু হয়েছে আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ
এর আগে এ বছর সবচেয়ে দীর্ঘ ছুটি কাটানো হয়েছে ঈদুল ফিতরে ৯ দিন এবং ঈদুল আজহায় ১০ দিন।
এএস