তৌহিদ আফ্রিদি ও তার বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দাবি করেছেন, সুপরিকল্পিত যোগসাজশের মাধ্যমে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে অন্যায়ভাবে গ্রেফতার করানো হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নগদ অর্থ ও শেয়ার নেওয়ার চেষ্টা চলছিল। সমঝোতা না হওয়ায় প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে গ্রেফতারের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: শ্বশুরকে ঘিরে সমালোচনার জবাব দিলেন সারজিস আলম
নুর প্রশ্ন তোলেন, “যাত্রাবাড়ী থানার ছাত্র হত্যা মামলায় এক বছর পর তাদের আসামি করা হলো কেন? মামলার বাদী কি জানেন, কাকে আসামি করা হয়েছে? আফ্রিদি বা তার বাবা সত্যিই ওই হত্যার সঙ্গে জড়িত -এটা কি প্রমাণ করা যাবে?”
তিনি আরও বলেন, যদি তাদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের অভিযোগ থাকে, তবে সেসব অভিযোগে সরাসরি মামলা দেওয়া যেত। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে এক বছর আগের হত্যামামলায় নাম জড়িয়ে গ্রেফতার করা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল।
আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফের সাক্ষাৎ
ডাকসুর সাবেক ভিপি নুর মনে করেন, এ ধরনের পদক্ষেপ দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর নজরে আসবে এবং সরকারের ওপর চাপ বাড়াবে। এতে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিতে সংকোচ বোধ করতে পারে।
তিনি অভিযোগ করেন, জনকণ্ঠ দখলের মতো মাই টিভি দখলের ক্ষেত্রেও একটি চক্র প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছে। নুর দাবি করেন, এ চক্রের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।
আরও পড়ুন: এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে গ্রেফতার করে সিআইডি। মামলায় নাসির উদ্দীন সাথী ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত আছেন। আদালত পরে তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এএস