১ হাজার ১ টাকায় মসজিদ-মন্দিরকে জমি দিলো রেল মন্ত্রণালয়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৪ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


১ হাজার ১ টাকায় মসজিদ-মন্দিরকে জমি দিলো রেল মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো প্রতীকী মূল্যে ধর্মীয় উপাসনালয়কে জমি বরাদ্দ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রাজধানীর জোয়ার সাহারা এলাকায় দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি হস্তান্তর করা হয় মাত্র ৩ হাজার ৩ টাকার বিনিময়ে।


বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনটি উপাসনালয়ের পরিচালনা কমিটির হাতে বরাদ্দপত্র তুলে দেন ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ।


আরও পড়ুন: চন্দ্রনাথ মন্দিরে উসকানিমূলক কার্যকলাপ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ


বরাদ্দ পাওয়া জমির মধ্যে রয়েছে- খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ (০.২০১১ একর বা ৮,৭৬০ বর্গফুট), আন-নূর-জামে মসজিদ (০.০৫৫২ একর বা ২,৪০৫ বর্গফুট) এবং খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির (০.০৫৬২ একর বা ২,৪৫০ বর্গফুট)। সর্বমোট প্রায় ৩১ শতাংশ জমি দেওয়া হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে ১ হাজার ১ টাকা হারে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আরও পড়ুন: প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি


ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন রেলওয়ের এ পদক্ষেপকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের সহাবস্থানের দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উদ্যোগ পুরো বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে।”


এএস