ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫৮ পিএম, ২৮শে আগস্ট ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক সংস্থা অনুমোদনসহ মোট ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।


ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। আর চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল।


আরও পড়ুন: ঘরে বসেই অনলাইনে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট


বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ রোডম্যাপ তুলে ধরেন। তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবর পর্যন্ত চলবে। নভেম্বরে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।


রোডম্যাপে আরও উল্লেখ রয়েছে- অংশীজন সংলাপ, ভোটকেন্দ্র স্থাপন, আইন-শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, বিদেশি ও দেশীয় পর্যবেক্ষক অনুমোদন, রাজনৈতিক দল নিবন্ধন, পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা, নির্বাচনী বাজেট, প্রচারণা, টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল মনিটরিং, ফলাফল প্রকাশ ও প্রচারের পদ্ধতি ইত্যাদি।


আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরেই


ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে দ্বিতীয় ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, যা ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে। পরে ৩১ অক্টোবর সম্পূরক তালিকা প্রকাশের পর ৩০ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।


এছাড়া নির্বাচনী আইন সংস্কারের কাজও চলমান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)সহ বেশ কয়েকটি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন করা হবে এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করে একই মাসের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।


আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের গুজব ভিত্তিহীন: আইএসপিআর


ইসি জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন আয়োজন করা হবে। সে অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে।


এএস