ঘরে বসেই অনলাইনে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩২ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

বিদেশে চাকরি, উচ্চশিক্ষা, ভিসা প্রসেসিং, মাইগ্রেশন কিংবা ভ্রমণের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখন অপরিহার্য একটি নথি। তবে এ জন্য আর থানায় বা কোনো কার্যালয়ে যেতে হচ্ছে না। অনলাইনে আবেদন করলেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এ সেবা পাচ্ছেন নাগরিকরা।
বাংলাদেশ পুলিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পুলিশ ক্লিয়ারেন্স সনদ পাওয়ার শর্তাবলী, প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত জানিয়েছে।
আরও পড়ুন: একযোগে ২২৫ কর কর্মকর্তাকে বদলি ও পদায়ন
আবেদনের শর্তাবলী:
১. আবেদনকারীর ন্যূনতম ৩ মাস মেয়াদবিশিষ্ট বৈধ পাসপোর্ট থাকতে হবে।
২. পাসপোর্টে দেওয়া স্থায়ী বা জরুরি ঠিকানার একটি ব্যবহার করতে হবে এবং আবেদনকারীকে ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে।
৩. পাসপোর্টে ঠিকানা না থাকলে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ/স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র জমা দিতে হবে।
৪. বিদেশে অবস্থানকারী আবেদনকারীদের ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশন কর্তৃক সত্যায়িত পাসপোর্ট কপি জমা দিতে হবে।
৫. ফি বাবদ বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক বা অনলাইনে ৫০০ টাকা জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. পূর্ণাঙ্গ অনলাইন আবেদনপত্র
২. পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত স্ক্যান কপি
৩. প্রযোজ্য ক্ষেত্রে দূতাবাস বা জাস্টিস অব পিস কর্তৃক সত্যায়িত কপি
৪. ট্রেজারি চালান/অনলাইন ফি প্রদানের রসিদ
আরও পড়ুন: আলুর মূল্য নির্ধারণ করলো সরকার
আবেদনের ধাপসমূহ:
১. অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়েবসাইটে নিবন্ধন।
২. লগ-ইন করে আবেদনপত্র পূরণ।
৩. ব্যক্তিগত তথ্য ও ঠিকানা প্রদান।
৪. প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি আপলোড।
৫. সাবমিট করার আগে তথ্য যাচাই।
৬. নির্ধারিত ফি পরিশোধ।
সব ধাপ সম্পন্ন হলে আবেদন যাচাই শেষে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর নির্ধারিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনকারীর কাছে সনদ পৌঁছে দেওয়া হয়।
এএস