চীন থেকে দেওয়া সারজিস আলমের পোস্ট ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৮ পিএম, ২৯শে আগস্ট ২০২৫

এই মুহূর্তে চীনে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলমসহ ৮ নেতা। সেখানে থেকেও রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছেন সারজিস আলম। বিভিন্ন বিষয়ে নিয়মিত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিচ্ছেন।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রোফাইলে এ স্ট্যাটাস দেন তিনি।
আরও পড়ুন: যথাসময়ে নির্বাচন না হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে: মির্জা ফখরুল
পোস্টে সারজিস আলম লিখেছেন, আমরা চায়নাকে যতটা উন্নত ভাবি, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চায়না তার চেয়ে অনেক বেশি উন্নত।
মাত্র তিন ঘণ্টার ব্যবধানে তার এই পোস্টটিতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে। ইতোমধ্যেই ১ লাখ ৮ হাজার রিঅ্যাকশন ও ১২ হাজারের বেশি কমেন্ট পড়েছে। সেই সঙ্গে ১ হাজারেরও বেশি শেয়ার হয়েছে।
এর আগে, গত ২৬ আগস্ট রাতে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে রওনা দেয়।
আরও পড়ুন: হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
আগামীকাল শনিবার (৩০ আগস্ট) তাদের দেশে ফেরার কথা রয়েছে।
এমএল/