এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা শ্রীলংকার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৫৯ পিএম, ২৯শে আগস্ট ২০২৫


এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা শ্রীলংকার
সংগৃহীত ছবি।

আসন্ন এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।


বাংলাদেশের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এবার পূর্ণ ফিটনেস ফিরে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।


আরও পড়ুন: দেশের জন্য সবকিছু ছেড়ে এসেছি: আমিনুল ইসলাম বুলবুল


বাংলাদেশের কাছে সিরিজ হারার পর সেই দলে থাকা চার ক্রিকেটারকে বাদ দিয়েছে লংকানরা। তারা হলেন— অভিষ্কা ফার্নান্ডো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভান্ডারসে ও ঈশান মালিঙ্গা। নতুন মুখ হিসেবে দলে এসেছেন ব্যাটার নুয়ানিদু ফার্নান্ডো ও কামিল মিশারা, আর ফাস্ট বোলার দুশমন্থা চামিরা।


তবে হাসারাঙ্গা ফিরলেও অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে এশিয়া কাপে দেখা যাবে না। চলতি বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ম্যাথুস সাদা বলের ক্রিকেটে খেলতে আগ্রহী ছিলেন, কিন্তু নির্বাচকরা তাকে রাখেননি।


এশিয়া কাপে লংকানদের ফাস্ট বোলিং অপশনে ফিরেছেন চামিকা করুনারত্নে, আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন দাসুন শানাকা।


দলে আরও রয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়াল্লালাগে। এর অর্থ হলো- এশিয়া কাপে শ্রীলংকার হাতে থাকবে তিনজন প্রধান স্পিন অপশন- হাসারাঙ্গা, মাহিশ থিকশানা ও ওয়েল্লালাগে।


শ্রীলংকার প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর, বাংলাদেশের বিপক্ষে। এর আগে তারা ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনালে উঠেছিল এবং ২০২২ সালের আসরটি জিতেছিল।


আরও পড়ুন: কোয়াব নির্বাচনে ভোট দিতে পারছেন না সাকিব-মাশরাফী


শ্রীলংকা এশিয়া কাপের দলে যারা আছে। 

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, মাথিসা পাথিরানা।


এসডি/