Logo

জি এম কাদেরকে গ্রেফতার না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের

profile picture
জনবাণী ডেস্ক
৩০ আগস্ট, ২০২৫, ০৭:৪৭
90Shares
জি এম কাদেরকে গ্রেফতার না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের
ছবি: সংগৃহীত

আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার না করা হলে সচিবালয় ঘেরাও করা হবে। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন

পোস্টে নুর লিখেছেন, জি এম কাদেরকে গ্রেফতার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও  জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় পক্ষই পাল্টা অভিযোগ করেছে। 

জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। অন্যদিকে, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD