আল্লাহ ছাড়া, নির্বাচন ঠেকানো কারও পক্ষে সম্ভব নয়: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বন্ধ করার ক্ষমতা কারও নেই, শুধুমাত্র আল্লাহ চাইলে তা সম্ভব।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: নুরের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চললেও আগামী রমজানের আগেই ভোট সম্পন্ন হবে। আর সেই নির্বাচনে পাহারাদারের ভূমিকা পালন করবে দেশের সাধারণ মানুষ।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের জনগণ এখন নির্বাচনের পক্ষে। কেউ এই প্রক্রিয়ার বিরোধিতা করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
আরও পড়ুন: নুরের সর্বশেষ অবস্থা জানালো ঢাকা মেডিকেল
সংবিধান ও রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা গণতান্ত্রিক সংস্কারের কাজ করছি। এর মূল উদ্দেশ্য হলো, যাতে ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম না হয়।
তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনের পর বিএনপি এসব সংস্কার কার্যকর করবে। তবে যেসব সংস্কার সংবিধান সংশোধন ছাড়াই করা সম্ভব, তা বর্তমান সরকারের এখনই বাস্তবায়ন করা উচিত।
আরও পড়ুন: সার্বিক পরিস্থিতিতে জরুরি বৈঠকে পুলিশ কর্মকর্তারা
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সৈয়দ আলমগীর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, সম্মেলনে জেলার ১০ উপজেলা ও ৫টি পৌরসভা মিলিয়ে মোট ১৫ ইউনিটের ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর সরাসরি ভোট দিয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করছেন।
এএস