নুরকে নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্টে সমালোচনার মুখে জয়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫১ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


নুরকে নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্টে সমালোচনার মুখে জয়
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।


চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং এক চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো তাকে শঙ্কামুক্ত ঘোষণা করতে পারেননি চিকিৎসকরা।


আরও পড়ুন: প্রথমবার বড় পর্দায় দেখা যাবে প্রভাকে


এ অবস্থায় নুরের পরিবার ও সমর্থকরা তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নুরের সুস্থতা কামনায় দেশ-বিদেশ থেকে অনেকে সহানুভূতির বার্তা জানিয়েছেন।


তবে এই সংকটময় সময়ে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি ফেসবুক পোস্ট নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।


আরও পড়ুন: আল্লু অর্জুনের জীবনে ফের দুঃসংবাদ, চোখে মুখে শোকের ছাপ


শনিবার ভোরে দেওয়া ওই পোস্টে জয় লেখেন, “ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছিল। আপনি সুস্থ হন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।”


তার এই মন্তব্য নুরের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ মন্তব্য করেছেন, “এ সময়ে ইন্টারভিউয়ের চেয়ে দোয়া বেশি জরুরি।”


আরও পড়ুন: ‘সে আমার’ শুভেচ্ছা জানিয়ে কীসের ইঙ্গিত দিলেন পরীমনি?


অন্যরা বলেছেন, “এমন পোস্ট দেখে মনে হয় মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে।” আবার কেউ কেউ মনে করছেন, জয় ইচ্ছাকৃতভাবেই আলোচনায় থাকতে বিতর্কিত মন্তব্য করছেন।


এএস