নতুন রূপে উর্ফি জাভেদ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

বিগ বস ওটিটিতে নজর কেড়েছিলেন ভারতের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ। তবে তার সিনেমা বা অভিনয়ের থেকে বেশি তিনি খবরে থাকেন আপত্তিকর পোশাক ও অশ্লীল মন্তব্যের জন্য।
তবে ইদানীং উরফি নাকি চলাফেরা করছেন এর বিপরীত নিয়মে। জানা গেছে, সম্প্রতি বিমানবন্দরে সম্পূর্ণ শরীর পোশাকে ঢাকা অবস্থায় দেখা যায় তাকে, যা দেখে পাপারাজ্জিরাও নাকি রীতিমতো ভিমরি খেয়েছেন।

উরফিকে মুম্বাইয়ের বিমানবন্দরে দেখা গেছে নতুন রূপে। পরনে লম্বা ঢিলেঢালা হাতাকাটা পোশাক। তার ওপরে চাপিয়েছেন ডেনিমের জ্যাকেট। মুখে নেই রূপটান। চুল বাঁধা অগোছালো করে।

পাপারাজ্জিদের সামনে আসতেই মুখ ঢেকে ফেলেন উরফি। মুখ ঢেকেই পাপারাজ্জিদের সঙ্গে গল্প করতে করতে গেটের দিকে এগোতে থাকেন তিনি।
ওআ/