এটা সারপ্রাইজ হিসেবে থাকুক: তানজিন তিশা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের মাধ্যমেই এখন প্রতিটি কাজেই দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন নাটক ‘খোয়াবনামা’। যেখানে নতুন এক তিশাকে দেখেছে দর্শকরা। এর মধ্যেই তিনি জানালেন শিগগির বড় পর্দায় দেখা যাবে তাকে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বড় পর্দায় অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটা চাই। আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের জন্য। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার। এ ছাড়া খুব তাড়াতাড়ি আমাকে চলচ্চিত্রে দেখা যাবে।’
আরও পড়ুন: ব্লাউজ ছাড়াই বড় পর্দায় আলো ছড়াবেন প্রভা
তিনি বলেন, ‘আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময়—আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য।’
তিশা ছোট পর্দায় ইতোমধ্যে অসংখ্য জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন। পেয়েছেন দর্শকের ভালোবাসাও। এবার বড় পর্দায় নিজেকে প্রমাণের স্বপ্ন দেখছেন এই অভিনেত্রী।
এমএল/